টাইগারদের সিরিজ জয়ে গৌরীপুরে আনন্দ মিছিল

0
139

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ সিরিজ জয়ের ইতিহাস গড়ায় ময়মনসিংহের গৌরীপুরে আনন্দ মিছিল হয়েছে।

বুধবার রাতে ২৬তম ওভারে জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে টাইগার ভক্তরা জাতীয় পতাকা, ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প নিয়ে পৌর শহরে আনন্দ মিছিল বের করেন।

মিছিল শেষে তামিম ইকবালদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন- ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ এমদাদুল হক, গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি আব্দুল মালেক, সহর বানু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জরুল হক, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ মাজহার, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সাংবাদিক ওবায়দুর রহমান, ঠিকাদার নজরুল ইসলাম খান মিন্টু, সুমন এষ, চা দোকানি হারুন মিয়া।

প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকার মাঠে ২০ বছরের চেষ্টার পর চলতি সফরেই প্রথম জয়ের স্বাদ পাওয়া বাংলাদেশ সিরিজ জয়েরও ইতিহাস গড়েছে। তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় ৩১৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ৩৮ রানে জয় পায় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।

বুধবার শেষ ম্যাচে ‘অঘোষিত ফাইনালে’ স্বাগতিকদের ১৫৪ রানে গুঁড়িয়ে দিয়ে ১৪১ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয়ে সিরিজ জয়ের ইতিহাস গড়ে টাইগাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here