স্পেনে প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ১০টায় স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেনের সভাপতি আল আমিন মিয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক ক্রীড়া সম্পাদক আবু বক্কর তামিমের সঞ্চালনায় কুরআন তিলাওয়াত করেন হাফিজ আক্তার হোসেন।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক,সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, স্পেন বিএনপির সিনিয়র সহসভাপতি নুর হোসেন পাটোয়ারী, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মিল্টন ভূইয়া কচি, কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম মাসুক, নজরুল ইসলাম লিটন, আবুল হোসেন, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান, হেমায়েত খান,সাইফুল মুন্সি ইকবাল, আব্দুল মজিদ সুজন, নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেনের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ ইয়াছিন সিকদারসহ মাদ্রিদ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা।
সমিতির প্রত্যেক সদস্যের এক কপি পাসপোর্ট সাইজ ছবি ও পাসপোর্ট বা স্পেনের রেসিডেন্স কার্ডের ফটোকপি সংযুক্তসহ সদস্য ফরম পূরণ করে তা কর্তৃপক্ষের কাছে জমা করেন। পরিশেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।


