সুইজারল্যান্ডের লুজানে সুইজারল্যান্ড আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ১৩ মার্চ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলনে দলীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচনে দুইটি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন দলের চলতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম এবং নজরুল ইসলাম জমাদ্দার। সাধারণ সম্পাদক হিসেবে চারজনের প্রার্থী তালিকায় যথাক্রমে আছেন- চলতি দায়িত্বে থাকা শ্যামল খান, কারার কাওসার, রহমান খলিলুর মামুন এবং রনি সাব্বির।
সম্মেলনে প্রধান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে- সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান। নির্বাচনি বিধান মোতাবেক কাউন্সেলদের সবাইকে পরিচয় পত্র পেশ করে ভোটসহ সকল কর্মসূচিতে অংশগ্রহন করতে হবে। ভোটার তালিকার সঙ্গে নামে অমিল কেউ কাউন্সিলর হিসেবে গণ্য হবেন না।
এবারের সম্মলনে ১৬০ জন কাউন্সেলর তাদের প্রার্থী নির্বাচনে ভোটাধিকার প্রদান করবেন। সাতজন নির্বাচন কমিশনের পক্ষে বিবৃতি প্রদান করেন আহম্মেদ সয়োপন।


