চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মাঠে নামছে ইন্টার মিলান ও লিভারপুল। প্রথম লেগে ইতালিয়ান ঐতিহ্যবাহী ক্লাবটি নিজেদের ঘরের মাঠ সান সিরোয় হেরেছিল ২-০ গোলে। এবার লড়াইটা লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে।
ছন্দে থাকা লিভারপুলকে তাদের মাঠে হারানোটা কঠিন হবে পাহাড় টলানোর মতো।
গ্রুপ পর্বে টানা ছয় ম্যাচ জিতেছিল লিভারপুল। নক আউটের প্রথম রাউন্ডেও পাত্তা দেয়নি ইন্টারকে। জয়ের ধারায় থাকা মোহাম্মদ সালাহ, সাদিও মানেদের হৃদয় ভাঙতে অভিনব কিছু করতে হবে ইন্টারকে।
পরিসংখ্যানও ইন্টারের পক্ষে নেই। ২০১০-১১ মৌসুমের পর শেষ আটে খেলা হয়নি ইতালিয়ান দলটির। তা ছাড়া দুই গোলে পিছিয়ে পড়ে নক আউটে প্রতিপক্ষ দলকে বিদায় করার কীর্তি আছে একবারই। ২০১৮-১৯ মৌসুমে পিএসজির বিপক্ষে রেকর্ড গড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইন্টার কি পারবে ম্যানইউর দেখানো পথে হাঁটতে?


