ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করল ইউএস-বাংলা এয়ারলাইন্স, প্রবাসীদের জন্য বড় সুখবর

0
10

প্রতীক্ষার অবসান ঘটিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদের সঙ্গে সরাসরি আকাশপথে যোগাযোগ চালু করল ইউএস-বাংলা এয়ারলাইন্স। আজ সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলার একটি ফ্লাইট ৪২৩ জন যাত্রী নিয়ে রিয়াদের উদ্দেশে রওনা দেয়। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইউএস-বাংলার এটি ১৪তম গন্তব্য।

সপ্তাহে পাঁচদিন—রবি, সোম, মঙ্গল, বুধ ও শুক্রবার ইউএস-বাংলা পরিচালনা করবে এই ফ্লাইট। প্রতিদিন দুপুর ১টা ২০ মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে ছাড়বে এবং রিয়াদে স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে অবতরণ করবে। রিয়াদ থেকে ফিরতি ফ্লাইট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকায় পরদিন ভোর ৪টায় পৌঁছাবে।

ইউএস-বাংলা জানায়, রিয়াদ রুটে ব্যবহৃত হবে ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ উড়োজাহাজ, যা যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করবে। এই এয়ারলাইন্স ইতোমধ্যেই সৌদি আরবের জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনা করছে এবং এবার রিয়াদকে যুক্ত করে প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও বড় সেবা নিশ্চিত করল।

প্রবাসীদের বিশেষ গুরুত্ব:
প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের রেমিট্যান্স যোদ্ধাদের সুবিধার জন্য তারা শুধু আন্তর্জাতিক রুট নয়, অভ্যন্তরীণ গন্তব্যগুলোর সঙ্গেও সংযোগ স্থাপনে কাজ করছে। রিয়াদ থেকে ঢাকায় আসা যাত্রীরা সহজেই দেশের যেকোনো শহরে পৌঁছাতে পারবেন ইউএস-বাংলার অভ্যন্তরীণ ফ্লাইট ব্যবহার করে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে রয়েছে দুইটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৪টি উড়োজাহাজ। প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনার পাশাপাশি জেদ্দা, দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতার মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটেও যাত্রী পরিবহন করছে।

উদ্বোধনী ফ্লাইটে আনুষ্ঠানিকতা:
ঢাকা-রিয়াদ রুটের উদ্বোধনী ফ্লাইটটি ছাড়ার আগে ইউএস-বাংলার কর্মকর্তা-কর্মচারী এবং যাত্রীদের উপস্থিতিতে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশের কল্যাণ এবং যাত্রীদের নিরাপদ যাত্রার জন্য এই মোনাজাতে সবাই অংশ নেন।

এই নতুন সংযোজন বাংলাদেশের আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতকে আরও সহজ ও আরামদায়ক করে তুলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here