মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা সহায়তা অব্যাহত

0
38

ঢাকা, ০৯ এপ্রিল ২০২৫ (বুধবার):
মিয়ানমারে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত উদ্ধার ও চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। মানবিক সহানুভূতি ও আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর দল ঘটনাস্থলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজকের দিনেও এই তৎপরতার ধারাবাহিকতায় বাংলাদেশি উদ্ধারকারী দল মিয়ানমারের নৌবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি অস্থায়ী অফিস নির্মাণে সহায়তা প্রদান করেছে। টিনশেড নির্মাণে প্রয়োজনীয় কারিগরি ও প্রকৌশল সহায়তা প্রদান করে বাংলাদেশি দলটি, যা স্থানীয় প্রশাসনের কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে।

এছাড়া বাংলাদেশের মেডিকেল টিম আজ ২৭ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেছে। এখন পর্যন্ত এই মেডিকেল টিম ভূমিকম্পে আহত ও অসুস্থ সর্বমোট ৮৮৫ জন রোগীকে চিকিৎসা সহায়তা দিয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি জটিল অস্ত্রোপচারও রয়েছে। চিকিৎসকরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে অপারেশন পর্যন্ত সব ধরনের সেবা নিশ্চিত করতে।

বাংলাদেশ সেনাবাহিনীর এ সহায়তামূলক ভূমিকা শুধু মিয়ানমারের জনগণের নয়, আন্তর্জাতিক মহলেরও প্রশংসা কুড়িয়েছে। মানবিক দৃষ্টিভঙ্গিতে পরিচালিত এই মিশন দুটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here