
পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী সরকারী হাবিবুল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ভাড়ানী খালের উপর ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ। ২১ নভেম্বর (মঙ্গবার) সকাল ১০টায় খালের উভয়পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।লেবুখালী সরকারী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশত শিক্ষক- শিক্ষার্থী, লেবুখালী বাজার ব্যবসায়ীসহ স্থানীয় জনসাধারণ জমায়েত হয়ে মানববন্ধন করেন। খালের উভয তীরে সাপ্তাহিক বাজার, লেবুখালী সরকারী হাবিবুল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়ননরত ৮ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী সহ হাজার হাজার পথচারীর যাতায়াত করে। গভীর রাত পর্যন্ত, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাটে মালামাল বহনের একমাত্র মাধ্যম ছিলো আয়রন পুলটি। দীর্ঘদিন ধরে সংস্কার বা পূনঃনির্মানের অভাবে জরাজীর্ণ অবস্থায় থাকা পুলটি গত বছর বালুভর্তি জাহাজের ধাক্কায় অর্ধেক অংশ খালের মধ্যে ভেঙ্গে পড়ে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । অদ্যবধি পর্যন্ত পুলটি পূণঃ নির্মানের কোন উদ্যোগ না নেয়ায় ঝুঁকিপুর্ন খেয়াপারাপারের কথা জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। শিক্ষার্থী মরিয়ম জানান, প্রতিদিন খেয়ার মাধ্যমে পার হতে হচ্ছে। খালটিতে প্রবল স্রোত থাকায় যে কোন সময় দূর্ঘটনা সহ মৃত্যু ঝুঁকি রয়েছে। লেবুখালী সরকারী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ বলেন, দ্রুত এ পুলটি নির্মান করা না হলে যে কোন সময়ে মর্মান্তিক দূর্ঘটনা ঘটতে পারে। দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান বলেন, পুল নির্মানের বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। প্রয়োজনীয় বরাদ্দ পেলে ব্যবস্থা গ্রহণ করবো। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেবুখালী ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো.আবদুস সালাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মোল্লা,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন,লেবুখালী বাজার ব্যবসায়ী দেলোয়ার হোসেন খান প্রমুখ।