
কুমিল্লার হোমনায় প্রান্তিক কৃষক কৃষাণীদের মাঝে রবি শষ্য আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় নানা জাতের শস্য বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেলিমা আহমাদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল হাসান প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল হাসান জানান, দুই দিনে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১ হাজার ৬৯০ জন কৃষক কৃষাণীর মাঝে ৭ হাজার ২৩০ কেজি গম, ভূট্টা, সরিষা, বাদাম, পেঁয়াজ, মসুর, খেসারি ও সূর্যমুখী শস্য বীজ এবং ১৭ দশমিক ৯ মেট্রিক টন ডিএপি সার ও ১৫ দশমিক ৪ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হবে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব